১৯৯৩ সালের আগষ্ট মাসের ৩০ তারিখ চট্টগ্রাম জেলার
রাউজান থানাস্থ মইশকরম গ্রামের কাজী পরিবারে জন্ম এই ম্যাজিশিয়ান কাজী।
পাঁচ ভাই চার বোনদের মাঝে সবার ছোট সদস্য হিসাবে পৃথিবীতে আসেন এই কাজী।
পিতা মাথা আর ভাই বোনদের আদরে বেড়ে উঠা ছেলেটি হয়রত রুস্তম শাহ (রহঃ) দাখিল
মাদ্রাসায় বাল্যশিক্ষা লাভ করেন, তবে পরবর্তীতে প্রথম শ্রেণী থেকে
প্রাথমিক শিক্ষা অর্জন করেন হারপাড়া আইডিয়্যাল কিন্ডারগার্টেন
স্কুলে।মাধ্যমিক শিক্ষার জন্যে যোগ দেন হারপাড়া উচ্চ বিদ্যালয়ে। বিভিন্ন
প্রশংসা ও উদ্দিপণায় হারপাড়া উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক শিক্ষা লাভের পর
উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভের আশায় যোগ দেন কুয়াইশ শেখ মোহাম্মদ সিটি
কর্পোরেশন বিশ্ববিদ্যালয় কলেজে।ওই খান হতে উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জিত হয়ে
বর্তমানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্য নিয়ে অধ্যয়নরত আছেন।ছাত্র জীবনের উচ্চ মাধ্যমিক
পর্যায়ের তিনি বিজ্ঞান বিভাগ নিয়ে অধ্যয়ন করেছে।
সাহিত্যের জন্যে বড় কোন পুরষ্কার না পেলেও পেয়েছেন ছোট ও মাঝারি শতেক
পুরষ্কার।তাছাড়া প্রিয় কবির স্থানে ছিল কাজী নজরুল ইসলাম।
